অয‌ত্নে পা‌লিত মন অনুতা‌পে চ‌লে
আড়া‌লে প্রমাণ হয় বিনা কৌতুহ‌লে।
বাসনার নী‌ড়ে তার রোদ‌নে বিবাদ
লালসার তৎকাল শুধু প্রতিবাদ।


রা‌তের তারার মত নিরব‌ধি জে‌গে!
অশ্রুর ধারা ঝরায় জীবন আ‌বে‌গে।
অসাড় পর‌শে ডু‌বে হ‌য়ে উদাসীন
সহসায় দাহ‌্য হয় শুধু অগ্নিহীন।


জীব‌নের অসহায় ক্ষণ অনুভব!
শো‌কের সৃ‌ষ্টি মন‌নে স্মৃ‌তি উৎসব।
অকার‌ণে মি‌ছে সব হৃ‌দে আবরন
কে‌টে গেল দিনগু‌লো হ‌য়ে আমরন।


স্মৃ‌তি‌চিহ্ন ছিল তার মি‌ছে সুখালাপ
ভুল প‌থে নির্বাসন স্বপ‌নের ধাপ।