যার নেই কৃতজ্ঞতা সেই বেঈমান
নষ্টতায় অ‌গোচ‌রে অদৃশ‌্য ঈমান।
অ‌তিমাত্রা নিরল‌সে যার অবসর
কিরণ তার জীব‌নে স্বল্প প‌রিসর।


বাসনায় লোভ যার বে‌শি উৎসুক
দৈনতা তার হৃদ‌য়ে ভ‌রে রা‌খে বুক।
বিধাতার আজ্ঞা য‌দি মান‌তে নারাজ
অধ‌র্মেতে ভ‌রে থা‌কে মনুষ‌্য সমাজ।


এই ধরণী‌তে যত ব‌্যকুল অন্তর
নিয়‌তির ক‌ঠো‌রে‌তে আকাঙ্খায় পর।
বিনয়ী ললনা য‌দি দাহ দেয় ম‌নে
আহ্লা‌দের খেদ পায় গড়ন যাত‌নে।


ভুব‌নে পাপ যতই সৃ‌ষ্টি প্রতি‌দিন
সব হ‌লো মান‌বের চ‌রি‌ত্রের ঋণ।