অবুঝ হৃ‌দে জনন তব ক্ষ‌ণে ক্ষণ
বৃথা শত কল্পতু‌ষ্ট পা‌ড়ি দিনমান।
বির‌হের শে‌ষে প্রিয় হয়ে উঠে মি‌ছে
অবেলায় ভ‌রে যায় শোকাতুর প্রাণ।


মা‌নেনা শাষণ সেথা অ‌ভিন‌য়ী মন
বারবার পু‌ড়ে পু‌ড়ে ফি‌রে বেদনায়
মি‌ছে অশ্রুজল বির‌হিয়া শেষ ফল
বেঁ‌ধে রা‌খে অন্তর অপ্রা‌প্তির দায়।


তবু কেন অসহায় ম‌নে রা‌খে নাই!
সংশ‌য়ে ক‌ঠি‌নে‌রে ভাল‌বে‌সে যায়
মি‌টে‌ছে মন‌নে তব বির‌হের সাধ!
কেন যেন হ‌য় তা‌র ব‌লে বারবার।


ভাবনার খোপঘ‌র অযথা পু‌ড়েছে
নীরবতা ম‌নে ম‌ন ধিক্কার জ‌মে‌ছে।