ধ‌র্মের মু‌খোশ প‌ড়ে ধর্মান্ধতা যারা
অ‌তিমর্ত‌্য ছদ্ধ‌বে‌শে অর্ন্তদাহ তারা।
উদাসীন ম‌নোভা‌বে খুঁ‌জে প্রলোভন
বৃথাতায় অ‌শোভন যত আয়োজন।


স্বল্প জ্ঞা‌ন গোড়া‌মিতে ভরা ধর্মান্ধতা
পাপে তা‌পে বিদারণী তারা অজ্ঞনতা।
ধর্মে সত‌্য আস্থাবান উত্থান পতন
সৃষ্টি করে একজ‌নে সব মার্তজন।


আদি হ‌তে অধ‌্যাব‌দি যত উপাসনা
স্বধ‌র্মে কেউ ধর্মান্ধ পছন্দ ক‌রেনা।
অজ্ঞতায় নিমজ্জন অ‌ভিপ্রায় মি‌ছে
ধর্মান্ধতা প্রপঁ‌ঞ্চিত সত‌্যতার কা‌ছে।


ধর্ম‌দ্রোহী, ধর্মান্ধতা একসূ‌ত্রে গাঁথা
তারা হ‌লে অ‌ভিশপ্ত নিরাশ অযথা।