আমি চা‌হি সত‌্যনিষ্ঠ হ‌তে ধর্মধারী
ভুল ক‌রে অনুসৃ‌তি মি‌ছে পথ পা‌ড়ি।
জান্নাতী টি‌কেট কি‌নি ভ‌রি সওদায়
লো‌ভে মত্ত হ‌য়ে যাই ন‌হে অনুপায়।


পাপাসক্ত বিরূপতা অসদয় পথ
চিত্তবৃ‌ত্তি নিন্দতায় সংশয়ী রথ।
মুদ্রার মান পাল্টায় শাপভ্রষ্ট হয়
ক্লা‌ন্তিভ‌রা আঘাতক সমাবৃত রয়।


মু‌ষ্টিবদ্ধ স্বল্পজ্ঞানে নয় মু‌ক্তিলাভ
খোঁজরত বাসনায় বৃথায় প্রলাপ।
লালন ক‌রে অশক্ত বিনা হিতকর
পাপাসক্ত মন সুখে ধর্ম হয় পর।


শতজ্ঞানী ধর্মম‌তে নেই সমাধান
জপকারী সুভা‌বিত কেন ব‌্যবধান।