নি‌জে‌কে আড়াল রা‌খি নিজ প্রয়োজ‌নে
পাষা‌নের স্বপ্ন‌স্রোত জা‌গে আনম‌নে।
অয‌ত্নে বে‌ড়ে‌ছে মায়া ঘৃণায় বিশ্বা‌সে
সহস্র রা‌তি বি‌নিদ্রা জে‌গে অনায়া‌সে।


চাতক পা‌খির মত চে‌য়ে থা‌কি যত
চিত্রকল্প ললনায় ক‌রে মর্মক্ষত।
বিচ‌লিত কল্পবাস মি‌থ্যে এক আশা
ফি‌রে আ‌সে নি‌রবতা স্ব‌প্নের দুর্দশা।


সমা‌ধি ক‌রে দি‌য়ে‌ছি স্মৃ‌তিজাগা ব‌্যথা
অনাদ‌রে মালাখা‌নি অতী‌তের কথা।
হৃদয় গহীন কো‌ণে পিয়াসার ভার
বি‌চ্ছে‌দে ক্ষুব্ধ হ‌য়ে‌ছে অ‌গ্নির সঞ্চার।


মমতা হারা বাঁধন! শত অব‌হেলা
শিয়‌রে প্রদীপ জ্বে‌লে যা‌চি কল্প‌বেলা।