ধ‌র্মের লেবা‌সে বাস ক‌তিপয় জন
বৃথা ক‌রে প‌রিশ্রম অ‌ভিলাষী মন।
অধ‌র্মের রুপরা‌শি রক্ত ক‌ণিকায়
ইবাদ‌তে আবরণ ভাটা সাধনায়।


চা‌রিমায় ঢাকা তনু চু‌রির কাপ‌ড়ে
অবস‌রে আরাধনা র‌য়ে‌ছে আক‌ড়ে।
মান‌বের প্রসারণ ধ‌র্মের উপর
ক‌লেব‌রে অবলম্ব হৃ‌দে চিন্তাপর।


লেবাসের আড়া‌লে যে ধর্ম ক‌রে বাস
পরকা‌লে নেই তার কোন অবকাশ।
পাপময় অ‌ভিরু‌চি ইশ্বর চায়‌নি
কেন ত‌বে অ‌ভিনয় বৃথায় খাটু‌নি।


অদ‌্যশ‌ক্তি ফাঁ‌কি দি‌য়ে চেতনায় যারা
লেবা‌সের ধর্মত‌লে চির ব‌্যর্থ তারা।