প্রতি‌দিন ভোর হয় আ‌লোহীন নেত্র
মন‌নের স্বপ্নগু‌লো কাঁ‌দে দিন রাত্র।
অন্ধ‌ত্বের নিপীড়‌নে শুধু প‌রিতাপ
বাসনার অবসান হলে অ‌ভিশাপ।


দোলা দেয় অনুরা‌গ হৃদ হতাশায়
নিবা‌রিত হয় সব বৃথা অ‌ভিপ্রায়।
রূপময় পৃ‌থিবী‌তে দৃ‌ষ্টি অ‌গোচ‌রে
জীবনক্ষণ বে‌ড়ে‌ছে ‌ঘোর অন্ধকা‌রে।


মমতার শত সাধ ক‌রে পরাজয়
নয়‌নের অশ্রুজ‌লে হ‌য় কল্পক্ষয়।
বিষন্ন সময় পা‌ড়ি শুধু আনমন
নিয়‌তির কষ্টগু‌লো নয় বিভাজন।


ধরনীর সর্বরূপ দে‌খি‌তে নয়ন
সমসু‌খে আবলম্ব চায় আজীবন।


"সহমর্মিতার সংবেদন"