‌ফি‌রে আ‌সে দিনম‌নি আ‌লো প্রতি‌দিন
মৃদুজল ধু‌কে কাঁ‌দে ললা‌টের ঋণ
স্বপ্ন পতন! পুলক ক্ষীণ অব‌শে‌ষে।
বক্ষ, ক্রো‌ধে পাপরুপ! রজনীর শে‌ষে।


সহসা অকাল ঝ‌রে কামনার হিয়া
বিধবার রা‌ত্রিসম অন‌লে পু‌ড়িয়া।
অর্চনায় ‌রে‌খে যাই মনন শ‌পিয়া
‌পিপাসায় অর্স‌্য নয় অতল ভা‌বিয়া।


বিস্মৃত হয় হতাশা আশা দু‌র্নিবার
সর্বংসহা ভাবনা পায় অ‌বিচার
বৈরীভাব নিভৃত! ছিল তার ইচ্ছার।
‌সোনালী ‌নি‌বিঢ় ভোর হয় যন্ত্রণার।


নিঝুম চারপাশেও ছ‌লে রুপকরী
স‌জ্জিত বদ্ধ ঘ‌রেই নিন্দার বির‌ক্তি।