গুরুর চরণে কেন লুটায়ে মনন?
ফফর দালালী ক‌রে চ‌রিত্র হরন।
নি‌জ চি‌ত্তে গুরু ভে‌বে দিল বিসর্জন
মনভরা মমতায় যত আ‌য়োজন।


‌নি‌র্বোধের ত‌রিক‌তে শুরু অবনতি
শিষ‌্যদের চেতনায় কামনার রাতি।
আবেগের একসূত্রে কল্পনায় ভাতি
গুরু শি‌ষ্যের মন‌নে জ‌ন্মে কু-প্রবৃ‌ত্তি।


একদা তারা সবাই ভক্তিভার করে
অপেক্ষার ফুল ফু‌টে পাপ অধিকারে।
বিমুখ হৃদয়ে গুরু অহমিকা ভার
অগ্নিহীন ছারখার পুড়ে চিত্তদ্বার।


তমসায় গ‌ণিকায় স্বপ‌নের মন
কাঁ‌দে গুরু শিষ‌্য নি‌য়ে তথায় গমন।
গভীরতা পিপাসায় জ‌ন্মে হাহাকার
ভুল প‌থে গুরু মে‌নে শে‌ষে চিৎকার।


সৎকা‌জে অন্ধ তারা পা‌ন্ডি‌ত্যে প্রচুর
আঙ্গু‌রের মি‌স্টি যেন বেদনা বিধুর!
তুচ্ছজ্ঞান শিষ‌্যদের গুরু বিত্তহীন
শূন‌্যহ‌স্তে চাটুকার র‌য়ে‌ছে অধীন।