এক যুগলে অদৃশ‌্য সৃ‌ষ্টি‌তে তফাৎ
পৃ‌থিবীর জীবকুলে হ‌লো অনুপাত।
মানব আঁধা‌রে রাখা গোপনীয় ভা‌তি
প্রিয়জন অ‌ন্বেষ‌ণে ক‌রে তার সাথী।


আদম হাওয়া শ্রেষ্ঠ নি‌বিড় প্রিয়‌তি
গন্ধমের রুক্ষভা‌রে ব‌্যর্থ অগন‌তি।
নিয়‌তির দৈনতায় পেল প্ররোচনা
সম অপরাধ নয় ছিল কু-মন্ত্রণা।


সহসা ভ্রা‌ন্তি‌ জড়ায়ে নিজ অদৃষ্ট‌কে
বেদনার্ত আগমনী ধরণী‌র বু‌কে।
বিধাতার অ‌ভিপ্রায় নিয়‌তি গোপন
জে‌নেও যেন বৃথায় দু-জ‌নের মন।


ছলনার অ‌গোচ‌রে ক‌রলো সৃজন
ভুলপ‌থে মোহমায়া হৃদ‌য়ে ধারণ।