ব‌হে ভ্যাঁপসা সমীরন সা‌থে উত্তাপ
গর‌মে ক্ষ‌ণি‌ক বৃ‌ষ্টি ঝ‌রে টুপটাপ।
ভিজ‌ছে শ‌রির কাপড় ঘাম লব‌নে
দেহ মন অশান্ত গর‌মের কার‌ণে


বিদ‌্যুৎ যায় আ‌সে গর‌মে‌তে প্রচুর
বেশি কষ্ট তখ‌নিই গবা‌ধি পশুর
তীব্রতা রাত শে‌ষে কিছুটা কম থা‌কে
আচ্ছন্ন তন্দ্রায় ম‌ন ঘু‌রে কল্পনা‌তে।


বৈশা‌খে তাপদা‌হ ‌বে‌শি দেয় যন্ত্রণা
ঝড় এ‌লে সা‌থে তার কিছু শিলাকনা।
গ্রীষ্মকা‌লে গর‌ম মাত্রায় কম বে‌শি
চিরকাল এভা‌বেই তার রূপরা‌শি


প্রকৃ‌তিতে গর‌মের মৃদু পূর্বাভাষ
কিছুটা সুরভী তার বাকী দীর্ঘশ্বাস।