নকল বাঘ গর্জন ক‌রে অ‌বেলায়
অধুনা তখন আ‌মি ভা‌বি নিরালায়।
কোমল ম‌নে প্রত‌্যহ স্ম‌রি যাই তা‌রে
ব‌্যাপৃত স্থলন দেখা অপ্রসন্ন ভ‌রে


কু‌ঞ্চিত ভজন তার ক‌ঠোরতা ক‌রে।
কল‌হের অশ্রুত‌্যাগ নিয়‌তির ভ‌রে।
ভে‌বে পায় শূন্যতা জ্ঞা‌নের কিনারা
অ‌তিলো‌ভে মন ভ‌রে বৃথা আত্মহারা।


স‌নে‌টের শিশু আ‌মি তাহার ভাবনা
ভীষণ দ্বন্ধ তালা‌শে ছিল ব‌নিবনা।
নিষ্ফল ভ্রম পদ্ধ‌তি র‌চে নিত‌্যদিন
ক্লেশ নি‌য়ে ভ‌রে মন গর্ব সর্বাঙ্গীণ।


নকল গর্জ‌নে তার অবন‌তি শুরু
নিরব কেন এখন নি‌জে নি‌জে গুরু?