১৮/০৮/২০২২‌ খ্রি. তা‌রি‌খের দৈ‌নিক কু‌মিল্লার জ‌মিন এবং
দৈ‌নিক এ‌শিয়ান এক্স‌প্রেস এই দুই‌টি প‌ত্রিকায় প্রকা‌শিত।
----------------------------


নিস্তব্ধ রজনী‌তে কৃষানু অনুভূ‌তি
কুল‌ষিত আত্মা ঝ‌রায় নয়ন দু‌টি।
জে‌গে উ‌ঠে হৃদ‌য়ে চুপ স্মৃ‌তিপ্রস্তর
বি‌বেক স্ত‌ম্ভিত! ‌কে‌পে উ‌ঠে অন্তর।


ধরায় নিক‌ড়িয়া আয়ুজান সম্বল
বিভৎস‌ জয়াবহ অ‌তি হীন ফল।
দিনগু‌লো অপ্রসন্ন পা‌পের কুলষ
ব‌্যার্থময় ক‌লেবর বৃথায় অলস।


মগ্ন হয় অ‌নিদ্রায় এক ক্ষণদায়
হৃদয়ে শুধায় নিম‌জ্জিত যাতনায়।
ধা‌রি‌ত্রিতে মোহমুগ্ধ হর্ষ পর‌শে!
কোন লো‌ভে ম‌জিয়া মত্ত সকা‌শে?


জীবন আ‌ঙ্গিনা!চারপা‌শে স‌ন্দেহ
সুপ্ত জ্ঞান মৃত প্রায় ক্ষ‌য়িষ্ণু দেহ।
কু‌টিল কর্মতে অনাচা‌রে অবছায়া
অ‌ভির‌তির আঁধা‌রে সহসা মায়া।


মার্জনা ক‌রো প্রভু ব‌হ্নিরূপ হ‌তে!
ভুল যত অজানায় ছি‌লো অতী‌তে
পূর্ণ ক‌রো রিক্তমন নয়‌নের পা‌তে
উম্মূল ক‌রো পাপ জীব‌নের সা‌থে।