‌(আমার শ্রদ্ধেয় প্রিয় ক‌বি জনাব মোঃ সিরাজুল হক ভূঞা‌-কে শততম এ ক‌বিতা উৎসর্গ ক‌রিলাম)


জ্যো‌তিময়ী ভাস্ব‌রে পিয়াসার মনন
দম্ভ তার নিপীড়নে দায় সমাপন।
ভৃত‌্য সে চে‌য়ে‌ছিনু আন‌কোরা ভাবনা
প‌রিতাপে তেষ্টায় সতত আরাধনা।


অ‌ভিরু‌চি রুদ্ধতা নন্দহীনা কানন
ধু‌য়ে মু‌ছে সাফ ক‌রি সকল পীড়ন।
আ‌বে‌গের আকাশ বিস্মৃত ঝলমল
দৃষ্টতার মন নয় কুসুম কোমল।


যন্ত্রণার অবগাহন প্রতি‌টি রজনী
শুন‌্যতায় ভ‌রে তার নিজ চিত্তখা‌নি।
দিন‌শেষে অবকা‌শে অসাড় প্রস্তর
স্বপ্নমন কল্পনায় ক‌রে যে বিস্তর।


বৃথায় ব‌্যয় ভা‌বি কাতরতা হৃদ‌য়ে
পে‌য়ে‌ছিনু বঞ্ছনা শং‌কিত ভিত‌রে।
দেয়‌নি তো মহলত বারবার তারা
দূ‌রে রা‌খি বৈরীরূপ চর‌ণের দ্বারা।


বৃথা তো হয়‌নি আমার ঋদ্ধ মনন
কৃপাময় রু‌ধি‌রের পে‌য়ে‌ছি আনন।
বিনয়ী ভাবনার ক‌রে‌ছি কাব‌্যরূপ
সুরাপা‌নে কেন তারা হলো নিশ্চুপ?