পর‌শে গভীর বোধ বাসনা আপন
স্বপ্ন তব হাহাকার রয় অ‌পেক্ষায়
সন্ধার ম্লান আ‌লোয় আ‌সে নিরালায়
সেই ছি‌লো একরাত কামনা মনন।


ক্লা‌ন্তি ভু‌লে সযত‌নে শীতল পর‌শে
অজন্ম তৃষ্ণার্ত ছিল উচ্ছাসী নয়‌নে।
পিপাসা প্রখর! আ‌লো ক‌রে ওষ্ঠদ্বার
হা‌সিমু‌খে স্বপ্নসুখ দেয় প্রাণভার।


ত‌বে কি ভুল? চোখের দেখা সেই রা‌তে
মধুসা‌জে হিয়া তার যায় সব ভু‌লে।
আহত মনের কষ্ট ব‌য়ে যায় প‌থে
বাতাসও কে‌দে‌ছিল দুরন্ত আঁধা‌রে।


তা‌রে বিদায় দি‌য়ে‌ছি অধীর একলা
তপ্তশ্বাস প্রতিবার ললা‌টের খেলা।
-স‌নেট