উন্মাদের বে‌শে ঘু‌রে প্রতীক্ষার ঝড়
পুষ্পগু‌লো বাগা‌নে শুকায় অনাদর।
রূপস্রী চুপচাপ ব‌্যাথায় নিদারুণ
রূ‌পে তার গন্ধ ব‌হে হিয়া‌তে আগুন।


ভাষাহীন দীর্ঘশ্বাস এ হৃদয় ভ‌রে।
শিহ‌রিত মুগ্ধ শোভায় নতুন ক‌রে
স্থির নয়‌নে দে‌খে যাই শুভ জোৎস্না।
অ‌ভিলাষী মন‌নে বয় সু‌খের কান্না


হৃদ কাপা‌নো বিশ্বাস মুগ্ধতা লু‌কি‌য়ে
কা‌ছে এসে কেশবতীর মন পুল‌কে।
অজন্ম তৃষা অবসান ঈসা অঙ্গ‌নে
মধুকর ক‌লেরব ভা‌সে আনম‌নে।


গোপন বিধানে কামনার প‌রিণাম
ধূসরতা কুয়াশায় ঢা‌কে অ‌বিরাম।
হতাশা! মন জয় হয়‌নি ললনার
বির‌হে ‌নি‌বিড়তা জাগায় শতবার।


দুহাত বা‌ড়ি‌য়ে ক‌রে‌ছি যে অনুনয়
স্মৃ‌তিগু‌লো নষ্ট হ‌লো বৃথা অ‌ভিনয়।
শেষ সুর রূপস্রীর ছলনায় ভ‌রে
স্বপ্নতট অবা‌ঞ্চিত হ‌লো অ‌কাত‌রে।