অ‌যোগ‌্য হ‌য় যে জন মানু‌ষের ম‌নে
দৃঢ়তায় কষ্ট তার ‌জে‌গে উ‌ঠে ক্ষ‌ণে।
নিয়‌তির ক‌ঠোরতা দূ‌রে না‌হি রয়
বিগ‌লিত নেত্রজ্বল প‌রিতা‌পে ক্ষয়।


অ‌দেখার ভালবাসা থা‌কেনা গোপন
অব‌হেলা জে‌গে উ‌ঠে না হ‌লে আপন।
বহু‌দিন থা‌কে না‌হি প্রিয় হারা শোক
বিচ‌লিত মন‌নের বৃথা যোগা‌যোগ।


ক্ষ‌য়িষ্ণু দেহ‌তে জীর্ণ দিন যত যায়
পৃ‌থিবীর মায়া তত যা‌চে অ‌বেলায়।
জন্ম নেয় রিক্ত হ‌স্তে প্রতি‌টি মানব
সুখ দু‌খে এ জীবন যায় অ‌ভিনব।


এক‌টি জীবন য‌দি ভ‌রে শোকতাপে
কে শু‌নি‌বে বৃথাকথা মর‌ণের প‌রে।
হৃদ‌য়ে দৈনতা য‌দি ভু‌লে ক‌রে হয়
পৃ‌থিবী‌তে না‌হি তার কোনকিছু জয়।


দলাদ‌লি গালাগা‌লি থাক‌বে বৃথায়
পরকা‌লে তব মু‌ক্তি কর কিছু আয়।
এই‌তো জীবন বে‌চে থাকা আয়ুজান
যত‌দিন দে‌হে আ‌ছে গোপনীয় প্রাণ।