ধরণী‌তে ইশ্বর সৃ‌জি‌লেন মানুষ।
ক‌রি‌লেন বিভাজন নারী পুরুষ।
গোপ‌নে তার অদৃষ্ট ক‌রে বিস্তার
হা‌সি কান্নায় গ‌ড়ে নিজ প‌রিবার।


সকল জী‌বের সেরা সৃ‌ষ্টি মানব
স্বার্থতে বাড়ায় দ্বন্দ্ব হয়ে অ‌ভিনব।
বি‌চিত্র এই ধরণীর নিয়ম প্রয়াস
গ‌ড়ে উ‌ঠে‌ মানু‌ষের নিজ অভ‌্যাস।


ভ্রা‌ন্তির ছলনায় সব মধুর বিলাপ
মু‌ছে যায় এক‌দিন বিনাশী প্রলাপ
তবুও মানুষ ক্ষান্ত নয় অসৎ কা‌জে
বৈরী তার আত্মায় মিতালীয় সা‌জে।


আঁ‌খি দু‌টি নিভৃত পা‌পে ছলছল
সব মানুষ পায় যথার্থ কর্মফল।