সৃজন ক‌রে বিধাতা জীব‌দে‌হে প্রাণ
ক্ষ‌য়ে ক্ষ‌য়ে শেষ হয় সেই আয়ুজান।
মায়াভরা ধরণীতে মানব জীবন
চিরসত‌্য এক‌দিন হ‌বে যে মরণ।


অন্তর্যামী প্রাণ দিলো মৃত‌্যু সাথী ক‌রে
সাঙ্গ হ‌লে ভবলীলা চির অবস‌রে।
স‌ত্যের সীমানা নেই জা‌নে আত্মারাম
সমা‌ধি‌তে চির‌দিন হ‌লে সে প্রয়াণ।


মৃত‌্যু হ‌লে আত্মা বারযা‌খে যায়
দে‌হের হ‌বে কবর শেষ ঠিকানায়।
চির নিদ্রায় শা‌য়িত নেইতো স‌ন্দেহ
শেষ হ‌বে পঁচে গ‌লে মানু‌ষের দেহ।


মানব দৃ‌ষ্টি আড়া‌লে কব‌রে কি হয়
ধর্ম বিশ্বাস মন‌নে কাল্প‌নিক নয়।
কব‌রের অন্ত‌র্দেশে অদৃশ‌্য আযাব
অনুভ‌বে বুঝা দায় সব চুপচাপ।


দে‌হের মৃত‌্যু হয় আত্মার মৃত‌্যু নয়
আচমকা উড়ে যায় নেই তার ভয়।
ভিন্ন ধ‌র্মে ভিন্ন মত আযা‌বের কথা
কেহ ভা‌বে সমা‌ধি‌তে রয় প্রেমগাঁথা।