স‌ন্ধিগ্ধ হৃদয় পু‌ড়ে অনুরূপ জ্ব‌লে!
না‌হি হয় ধোয়া তার অনুরাগ ব‌লে।
তৃষ্ণার অন‌ল সাথী অবা‌রিত মন!
কোন প‌থে সহকার নেই জরাধন।


হা‌রি‌য়ে‌ছে সেই পথ খোঁজরত আমি
ক্রমাগত আশাবান হ‌য়ে উঠে দামী।
ব‌্যথা জা‌গে বারবার বিনা অপরা‌ধে!
ভু‌লে না‌হি মন হ‌তে বেদনায় জা‌গে।


মি‌থ্যে বাঞ্ছন হৃদ‌য়ে যায় কা‌লোরাত
প্রসু‌প্তির দেখা না‌হি বৃথা ফি‌রে হাত।
এম‌নি হ‌য়ে‌ছে গত আবেগের ঋণ!
না‌হি তার নিবারণ চ‌লে যায় দিন।


আমি স্ত‌ম্ভিত হ‌য়ে‌ছি নয়নের জলে!
ক‌তো আর সংশয় অভরসা ছ‌লে।