অদম‌্য ঘৃণায় সৃ‌ষ্টি হয় যার মন
অ‌বিচারে ক‌রে সেই সহসা গমন।
দীর্ঘ ব‌্যর্থতায় যার জীব‌নের‌ ভেলা
হাহাকার ক‌রে শে‌ষে বিষা‌দের খেলা।


সু‌খের ঘর সবার ভা‌গ্যে না‌হি হয়
মধু পে‌তে অশ্রুত‌্যগে হয় পরাজয়।
নিষ্ফলসম পিয়াসা সু‌খের অভাব
অদৃ‌ষ্টে দৃঢ় শঙ্কায় ক‌রে আ‌বির্ভাব।


জীবন এক‌ অদ্ভুত চেতনায় ভরা
বি‌চিত্র এই ভুব‌নে মি‌ছে আত্মহারা।
একদা নিধন হ‌বে মায়া ত‌্যগ ক‌রে
চির‌নিদ্রায় আবদ্ধ সব‌কিছু ছে‌ড়ে।


মানুষ সর্বদা শ্রেষ্ঠ অবনীর বু‌কে
জীবনে যন্ত্রণা রে‌খে চ‌লে সুখ দু‌খে।