কামনার জয়গা‌নে মি‌ছে ভ‌রি মন!
জীবন আঁধা‌রে শুধু অব‌্যক্ত ক্রন্দন।
বিরহ দুয়ার খা‌নি কেন খু‌লো জা‌নি
প্রিয় হই প্রয়োজ‌নে সব‌শেষে মা‌নি।


বাসনায় কথাগু‌লো ছলনার ভী‌ড়ে
ম‌নে ক‌রে অনুরাগ রা‌খি তব নী‌ড়ে।
অন্তর পু‌ড়ে‌ছে বি‌ষে অধীর ব‌্যাথায়
বিশ্বাসে পঁচন শুরু ভা‌বি একদায়।


নিয়‌তি বিবাদ ক‌রে কেঁ‌দে ভা‌সে বুক
প্রতিরাত অশ্রুজ‌লে মর্ম‌ভেদী শোক।
না‌হি কিছুই পেলাম! আমি ফি‌রি একা
অপ্রা‌প্তির এ জীব‌নে কা‌লো‌মে‌ঘ দেখা।


ছলনায় পা‌ড়ি দি‌লে অতী‌তের দিন!
বৃথা মোহমায়া শে‌ষে বিরহিয়া ঋণ।