বি‌বেক শূন‌্য স্ত‌ম্ভিত! কি‌সে হৃদয়তা
কোন মন্ত্রণায় ভু‌লে অতী‌তের কথা?
চিত্তপটে ছি‌লো যার স্বার্থান্ধ চেতনা
ভু‌লে গে‌লেন ছলনা সেই অশোভনা।


হৃদয় তবুও তুষ্ট উৎসর্গ যাঞ্জাকারী
পুরাতন স্মৃ‌তি তার উন্মাদনা পা‌ড়ি।
মি‌থ্যে সু‌খের পি‌রি‌তি ভঞ্জনীয় হয়
অ‌পেক্ষার ঘোর প‌রে সাধ পরাজয়!


দে‌খি যার নিষ্ঠুরতা সে কি প্রেমকথা
অপা‌ত্রে ক‌রি‌লে দান সব যা‌য় বৃথা।
বুক ভরা যন্ত্রণায় ছি‌লো অবসাদ!
অতী‌তের বাতুলতা ভু‌লে‌ছে বিবাদ?


বিষদ্বিগ্ধ প‌রি‌বেশ যে ক‌রে সৃজন
তার ত‌রে কেন প্রিয় চ‌কিত চেতন?