পাষাণ স্মৃ‌তির ভার মন‌নে জনন!
কেন যেন দি‌য়ে‌ছিনু হৃদয় আসন।
শূন‌্যপত্র খু‌লি ব‌্যর্থ হ‌য়ে মন ভ‌রি!
আকুলতা অন্ত হ‌য়ে ডু‌বে স্বপ্নতরী।


ভা‌বি ক্ষণদায় একা নির‌লে নিঠুর!
স্মৃ‌তি তার নিবস‌তি বেদনায় ভোর।
তবু ক্লান্ত ম‌নে ভা‌সে সেই চেনামুখ!
ভাল‌বে‌সে অপলকা ললাট বিমুখ।


প্রিয়তির স্মৃ‌তি যেন অতী‌তের বাদী
নয়ন ঝ‌রে অ‌ঝো‌রে হৃ‌দে রা‌খি য‌দি।
আসে য‌দি কভু ফি‌রে সেই নরাধম!
ক‌রিবো আপন তা‌রে ভে‌বেছিনু মন।


ললনা ক্রন্দ বু‌ঝেনা আশাভঙ্গ ক‌রে!
দু‌টি চো‌খে ঝর্ণাসম অশ্রু ঝ‌রে প‌রে।