আঁধার রা‌তের সা‌থে একদায় নী‌ড়ে
অতী‌তের ভাবনায় জীব‌নের তী‌রে।
কিছু কি পেলাম আমি শুন‌্যহস্ত ভ‌রে
অ‌নিদ্রায় এ জীবন কাঁ‌দে অ‌গোচ‌রে।


অতীত ব‌্যাথার দিন আজ নেই আর
ম‌নে প‌ড়ে যায় তবু স্মৃ‌তিগু‌লো তার।
সত‌্যগু‌লো মি‌থ্যেময় তার কা‌ছে আমি
বাঁচিবার না‌হি আশা ছিলো তাই দামী।


আজ নেই সংশয় ন‌য় পা‌শে কেউ!
হৃদয়তা ম‌রে কেঁদে স্মৃ‌তিতায় ঢেও।
পুরা‌নো কথার ছ‌লে জীবনটা মি‌ছে
ম‌নে হ‌লে আনচান হতাশারা পি‌ছে।


খুঁ‌জিয়া বেড়াই য‌দি সেই দিনমান!
ছায়াময় হ‌য়ে রয় ভে‌বে যায় প্রাণ।