বাসনায় অ‌বিরাম ঝ‌রে অশ্রুপাত
নিদারুন মন ভ‌রে শত প্রতিঘাত।
ফুলগু‌লো কাঁটাময় হ‌য়ে যায় ভয়
চিত্তহারী মন তবু হয়‌নি‌তো জয়।


স্মৃ‌তির অতীত ক্ষণ ভু‌লে না‌হি মন
বাতায়ন পা‌শে ব‌সি ক‌রি নি‌বেদন।
প্রতিশ্রুতি মৃত‌্যু হয় অভাগীয় কুল
অ‌চেনা‌রে ভাল‌বে‌সে হ‌য়ে‌ছিল ভুল।


হানা দেয় বাসনারা সেই স্মৃ‌তিমালা
দিনমান কস্ট ভরা উৎরায় জ্বালা।
অশ্রু ঝরা কন্ঠ ভরা শত আর্তনাদ
আপন ক‌রে‌ছি ভু‌লে তার অজুহাত।


যত‌দিন পৃ‌থিবী‌তে বা‌ঁচি আমি একা
আশার প্রদীপ নি‌ভে সবই অ‌দেখা।
আকুল বেদনা ভ‌রি সব মে‌নে নেই
স্মৃ‌তিগু‌লো তন্দ্রাহীন বিসর্জন দেই।


তবুও বাঁচ‌তে হয় আমি তো পুরুষ
পরপুষ্টা লক্ষীম‌ন্তে একীভাব দোষ।
সে‌দিন আত্মার মৃত‌্যু দেহের ভিতর
চ‌লে যায় প্রিয়জন ক‌রে যায় পর।


[জুন-২০১০ খ্রি.]