‌বেদনার কা‌লো‌মেঘ অ‌বিরাম আ‌সে!
অকার‌ণে বারবার হৃদ প‌রিহা‌সে।
আপনায় ভরা ছিল যত অনুরাগ!
বিরহীয়া ক‌রে শে‌ষে হয় কালনাগ।


দিনগু‌লো প্রিয়হীন রয় সমাবৃত!
এ জীবন ছায়াময় ক‌রে একীকৃত।
অসদয় ক‌রে যায় পাষা‌ণের মনা
মধুময় জীব‌নের যত উপসনা।


কি পেলাম আ‌মি মনপ্রাণ শ‌পে!
হৃদ‌য়ে দুঃসহ ঘাত ভা‌সে অনুরূ‌পে।
চিৎকৃত কত আর পাষা‌ণের বে‌শে!
হ‌বে কি মোচন কভু এক অ‌বি‌শে‌ষে!


স্মৃ‌তিগু‌লো মৃত‌্যুহীন দিনমান ভর!
নয়‌নের জলধারা বৃথা সুনজর।