দুই চক্ষু অ‌বিরত দে‌খে যায় সব
ভ‌াল মন্দ নিত‌্যদিন শত অনুভব।
গভীর নিরব যথা নয়‌নের আ‌লো
স্বপ্নমন দে‌খে কেন হ‌লেও নিদ্রালু?


চেতনায় দিনমান ভ‌বে নি‌শি‌দিন
গোপন নয়ন থা‌কে চির নিদ্রাহীন।
ঘুম‌ঘো‌রে শিশুরাও হে‌সে কেঁদে উ‌ঠে
আ‌খিদ্বয় বন্ধ থে‌কে শুধু অকপ‌টে।


উন্মুক্ত স‌ত্য কুলায় যত গোপনীয়
ভাবনায় রুপ তার হয় শোভনীয়।
অদৃশ‌্য এক নয়ন সক‌লের আ‌ছে
‌নিয়‌তির অ‌গোচর কেউ ভা‌বে মি‌ছে।


ই‌চ্ছে ভ‌রে সব দে‌খে ‌গোপন নয়ন
নিরব‌ধি চারপা‌শ কল্পনায় মন।