শো‌ধিত সত্তায় গড়া স্বর্গী অনুরাগ!
তাকওয়া পূর্ণ ক‌রে সরূপত লাভ।
ধ‌র্মের পরশ হৃ‌দে ধরা ক‌ঠিনত্ব!
চেষ্টা হ‌লে অন্তর্দৃ‌ষ্টে খুলে গূঢ়তত্ত্ব।


আত্মশুদ্ধ নিশ্চয়ন য‌দি কেউ ক‌রে!
ফলকামী হয় সেই ধরণীর প‌রে।
না বু‌ঝে জরাধন ক‌রে য‌দি মন!
ধর্ম তার রসাত‌লে বৃথায় সাধন।


সৌভা‌গ্যের প্রাণরক্ত খুঁ‌জে শতভক্ত!
অ‌প্রেমের পরাজ‌য়ে হয় অশ্রু‌সিক্ত।
অ‌তিশয় আ‌বে‌গের যত অনুরাগ!
ইলাহীর প্রতি নয় বৃথা তার ডাক।


অ‌দেখায় ইচ্ছাশ‌ক্তি ক‌রে বিচলন!
সফলতা সত‌্য আত্মা হ‌লে নিরঞ্জন।