অজানায় সাধুমন ঘু‌রে অন্তরাল!
সত‌্যহীন অ‌নিদ্রায় আর কতকাল?
অ‌দ্বৈতবা‌দে বিশ্বাসী সহস্র চেতনা
রুহানীয় জগ‌তের গোপন বাসনা।


নীরব মি‌থ্যে বহন সত‌্যতায় বাকী
আত্মশু‌দ্ধি অ‌ন্বেষণ দি‌য়ে সব ফাঁ‌কি।
কেন তার প্রয়োজন বৃথা আ‌য়োজন
ভাবনার ঘু‌রে ফি‌রে সাধনার মন !


সন্ন‌্যাসীয় নিয়‌তির শতকিছু জা‌না
প‌রিণাম কাঁটাপথ সব‌শে‌ষে মানা।
অসাড় চেতনা দ্বার ক‌রে দ্বিধাদ্বন্দ্ব
স্মৃ‌তিহারা প‌রিহাস ভ‌রে অপ্রসন্ন।


আধ‌্যা‌তিক কর্মফল! সাধু সাবধান
শ‌রীয়‌তে তার দাম অ‌তি হীনমান।