স‌ত্যের আ‌লোয় যার বিতৃষ্ণা লে‌গে‌ছে
মিথ‌্যার শপথ তার মন‌নে বে‌ধে‌ছে।
এই‌তো গে‌লো এ‌প্রিলে ছিলাম নিভৃত
সু‌দি‌নের অ‌পেক্ষায় পে‌য়ে‌ছি অমৃত।


হায়‌রে মানুষ কেন বৃথা কৌতুহ‌লে
লজ্জা‌য় নিচু তারাও ডু‌বে কা‌লোজ‌লে।
সীমাহীন ব‌্যর্থতার কৃশকায় মন
চাপা কষ্ট বু‌কে ‌রে‌খে ক‌রিল গোপন।


অতীত স্মৃ‌তি ভ্রা‌ন্তির প‌থে বাঁধা দল
হীনতায় র‌য়ে গে‌ছে তারা অ‌বিকল।
সু‌যো‌গ পে‌লে পাপীরা কত‌কিছু কয়
জীব‌নের ধাপ বুঝা এত সোজা নয়।


দিনের বদ‌ল হচ্ছে চুপ থাকা যায়
কর্মফল দূ‌রে রাখা বৃথা চেষ্টা দায়।