শ্রাব‌ণের এক‌দিন আকা‌শের বু‌কে
জল‌সিক্ত হ‌য়ে‌ছিল রুদ্রকর চো‌খে।
বাতায়ন পা‌শে ব‌সি নি‌য়ে শোকস্মৃ‌তি
ব‌্যর্থতার স্বপ্নগু‌লো ভা‌সে অগন‌তি।


বা‌রিধারা উষ্ণতায় বিরহ প্রলাপ!
ভাবনায় নিমজ্জন ভ‌রে অনুরাগ।
অন্তহীন বাসনায় ভুলপথ মি‌ছে!
দিনগু‌লো একাকীত্ব বেদনায় র‌চে।


একরাশ অবসা‌দে পুরা‌নো চেতন!
নিরুপায় স্মৃ‌তিটু‌কো ক‌রে জ্বালাতন।
তবুও প্রেম সজীব গভীর মন‌নে!
চিত্তবৃ‌ত্তি রূপময় ক্রন্দন নয়‌নে।


শ্রাব‌ণের জল‌সিক্ত সেই এক‌দিন!
স্মরণীয় বারবার দগ্ধ মূল‌্যহীন।