শীতকালে শীত আসে মে‌নে তার রী‌তি
না‌হি ভু‌ল ক‌রে কভু রে‌খে যে‌তে স্মৃ‌তি।
কেন আসে কোন প‌থে বুঝা অনুপায়!
প্রবলতা ক‌মে গে‌লে রোদ দেখা যায়।


শীত কভু দে‌খিনা‌তো ক‌রি অনুভব!
সারা রাত ঝ‌রে প‌ড়ে কুয়াশা নিরব।
কাঁপাকা‌পি হাত পা‌য়ে ব‌হে হিমাহ‌তি!
নী‌ড়ে ফি‌রে রাতভর কাঁ‌দে পশু পা‌খি।


দিন যায় ছায়াময়ী রো‌দ্দুর আশায়!
শেষ হ‌লে অ‌হোরা‌ত্র ত‌াপ অন্তরায়।
পুকু‌রের ঠান্ডা জ্ব‌লে ঘু‌রে ফি‌রে মাছ
ঝড় বৃ‌ষ্টি মা‌ঝে মা‌ঝে প্রবল আকাশ।


ঘন সাদা কুয়াশারা অ‌বিরাম ছু‌টে!
পাতা ঝরে গাছ হ‌তে নব ফুল ফু‌টে।