জন্ম মৃত‌্যু এক রীতি মানব সভ‌্যতা!
আলাদা প‌থে ধর্ম‌কে ক‌রে ভিন্নতা।
শিশু হ‌য়ে জন্ম নেয় সত‌্য ধর্ম তার!
এক প‌থে এক ম‌র্মে হয় সবই পার।


মৃত‌্যু হ‌লে সব আত্মা একস্থা‌নে বাস!
ধর্ম‌বেদ ক‌রে তথা কেউবা অ‌বিশ্বাস।
কর্মের বিচা‌র হ‌বে তথায় পরকা‌লে!
ধর্ম‌বেদ নেই তথা নিজের কর্ম ফ‌লে।


বিশ্বপাতা একজন থা‌কেন অদৃশ‌্য!
এক ধর্মের সৃ‌ষ্টি সবাই ভিন্ন মনুষ‌্য।
ইচ্ছায়ত্ত বিজন ক‌রে নিজের মন!
মানুষ কত চটুলতা হ‌লে প্রকাশন।


কর্ম গু‌ণে পাপপূর্ণ‌্য নিস‌্যন্দ সৃজন!
সত‌্যতায় কোনপ‌থ জা‌নেনা মনন।
এক সষ্ট্রা সবার নেইতো ভেদাবেদ
সব মানুষ সত‌্য ধ‌র্মে নয় সমা‌বেত।


ফুল ফু‌টি‌বে কান‌নে গোপনীয় ভা‌তি!
মৃত‌্যু প‌রে সব আত্মা এক হ‌বে সাথী।
সেইখা‌নে নেই কো‌নো আলাদা পরব
সত‌্য খুঁ‌জে সত‌্য পথ ধ‌রে নাও মানব।