অপা‌ত্রে স‌ত্য দান তীব্র প্রতিবাদ
উৎসর্গ ভুল হ‌লে যাতনায় সাধ।
অ‌পেক্ষা বৃথা নয় ধৈ‌র্যের ধারণ!
অক‌বি নামক বাণী ক‌রি‌বে বরণ।


জা‌নি তার ছলনাতে বহুরুপ আছে
অতী‌তের কথাগু‌লো হৃদ‌য়ে‌ ভা‌সে।
ভু‌লেই গে‌ছে প্রিয় কবি সেই যন্ত্রণা!
ম‌নে প‌ড়ে গ্লা‌নিভরা সহস্র বাঞ্ছনা।


অনাদরে অব‌হেলা কে‌টে গেছে দিন!
উছ‌লিত কি‌সে তার শুধা‌রা‌তে ঋণ?
মন ভরা কুলুষতা যার মা‌ঝে আছে!
বৃথা তা‌রে ভাললা‌গা শে‌ষে হয় মি‌ছে।


উৎসর্গ ব‌্যর্থ হ‌লে কি‌সে তার দায়?
শিল পাটা পি‌ষে যায় ম‌রি‌চের গায়।
অন্ত‌রে দে‌খে‌ছি তার প্রবৃ‌ত্তির ভা‌তি
অসহায়া শোকান‌লে কা‌টেছে রা‌তি।


আবার আসি‌বে ক্ষণ অ‌পেক্ষার প‌রে
ক্ষু‌ধিত পাষাণ মন উঠি‌বে ন‌ড়েচ‌ড়ে।
মি‌থ্যে ব‌লি‌নি কিছু সত‌্যপ্রিয় আমি!
অক‌বি নামক গা‌লি তার কা‌ছে দামী।