কত স্মৃ‌তি কেঁ‌দে ম‌রে শত নিরাশায়
চিরত‌রে মু‌ছে দি‌তে না‌হি কভু পায়।
ভু‌লে যায় তারপ‌র পুরা‌নো অতীত
মন ভ‌রে বৃথা গায় ভুল প্রেম গীত।


হৃদ‌ ভ‌রে ক্ষুধা য‌বে উছ‌লিত ছ‌লে!
ভক্ত তাই ডুবে ম‌রে প্রিয় প্রিয় ব‌লে।
এ ন‌হে মিন‌তি তার ক্ষুধা ভালবাসা
শূন‌্য পত্রটি‌তে শুধু আঘাত নিরাশ‌া।


পাষা‌ণের স্মৃ‌তিতায় ক্ষ‌ণদায় জা‌গে
তবুও মানুষ ছু‌টে মি‌থ্যে অনুরা‌গে।
বৃথা অশ্রুজ‌ল ঝ‌রে নিদ্রাহীন রা‌তি
ম‌নের মানুষ ম‌নে হয়‌নি‌তো সাথী।


শূন‌্যপত্র হ‌স্তে নি‌য়ে ভা‌সে অশ্রুজল
নিরাশার ভাষা কভু না‌হি পায় ফল।