নির্জনতা সমা‌ধি‌তে তরু আচ্ছাদন!
অদূ‌রের চূ‌র্ণিতায় ব‌্যাকুল গড়ন।
চির নিদ্রায় আয়াশ নি‌বিড় চিহ্না‌দি!
মমতায় রে‌খে যায় দেহ অনব‌ধি।


ভে‌বে পায় ত্রিযামায় একাকী মনন!
সহসায় নিষু‌প্তি‌তে নিল‌য়ে নির্জন।
আদ‌্যন্ত ধরায় হাল চির অবসান!
জীবনাস্ত এক‌দিন হ‌বে আয়ুজান।


বি‌চিত্র এই জীব‌নে ব‌্যর্থ কল্পবাস!
অপ্রসন্ন নিয়‌তির শো‌কে দীর্ঘশ্বাস।
গভীর ঘু‌মে অদৃশ‌্য জীব চিত্ররুপ!
ধূ‌লো মা‌টির কবরে চারুতা সরূপ।


নির‌ব আবদ্ধ শঙ্কা ভ‌বে অ‌দেখায়!
গাঢ়ঘু‌ম সমা‌ধি‌তে নয় অনুপায়।