অ‌চৈতন‌্য গঞ্জজা‌তে অদৃশ‌্য ভান্ডা‌রে
গোপন রয় বিধাতা সেই ধনগা‌রে।
তি‌নি চিরঞ্জীব যি‌নি আর‌শে আ‌ছেন
রা‌ত্রির দ্বারা দিন‌কে আঁধা‌রে ঢা‌কেন।


আদমকে সৃ‌ষ্টি ক‌রে শুক্রবার দিন!
আত্মা দি‌লেন দেহ‌তে সঙ্গিনী বিহীন।
অ‌ভিন্ন এক উৎ‌সে জী‌বের সৃজন!
র‌বিবার সৃ‌ষ্টি ক‌রে সব প্রাণবন।


মা‌টি সৃ‌ষ্টি শ‌নিবার প্রভুর নি‌র্দেশে!
খু‌টি ছাড়া আসমান ভরায় আকা‌শে।
চন্দ্র সূর্য জ্যো‌তিময় পা‌নি নদনদী!
টক মি‌ষ্টি বৃক্ষরা‌জি সৃ‌ষ্টি বহুপদী।


ধরণীর সব সৃ‌ষ্টি ক‌রে ইশারায়!
রহস‌্য বুঝা ক‌ঠিন হ‌লে অ‌ভিপ্রায়।