সকরুণ সুর ঝ‌রে বেদনার ভী‌ড়ে
কিছু তার স্বর্গসুখ হৃদয়তা ঘি‌রে।
নি‌বে‌দিত ই‌চ্ছে তার অস্ফুট রুমাল
গন্ধব‌হে বিষা‌দের তার চিরকাল।


আঁধার নিঝুম হ‌য়ে থা‌কে অন্তহীন
নীলখা‌মে মি‌ছে বন্দী প্রিয়তা সে‌দিন।
নিরানন্দ সন্ধ‌্যা নিম‌জ্জিত আঁ‌খিদ্বয়
বিগ‌লিত অশ্রুঝ‌রে আ‌বে‌গের ক্ষয়।


অবুঝ ভাষায় ভু‌লি মৃদু স্মৃ‌তি কথা
চুপচাপ অনুভ‌বে রা‌খি দুঃখগাঁথা।
রুদ্ধ ক‌রে মুক্তমন শত বিলা‌সিতা
হ‌য়ে‌ছিনু ভুলবু‌ঝে স্বেচ্ছা প্রণো‌দিতা


নি‌রি‌বি‌লি কথাচ্ছ‌লে ব‌্যাথাহত মন
স্মৃ‌তির চিহ্ন রুমাল বিষা‌দের ধন।