ক্লেশভ‌রা সওদায় ক‌রে বিচরণ
ঘৃণার দৃঢ় ধিক্কা‌রে জীবন্ত মরণ।
সহসায় কামনায় ব‌্যথা অ‌গোচ‌রে
বিরহী প্রণয় তার দহ‌নের প‌রে।


রুধির বিবাদ মা‌ঝে অ‌তিশয় মম
নেত্রদ্বয় কেঁ‌দে হয় সরসীয় সম।
অনুরাগ ভু‌লে গি‌য়ে বৈরী আচরণ
নাগময় ক্ষপা যায় বৃথায় শয়ন।


পুনরায় অনুভূ‌তি ! ব‌্যথাভাব নি‌য়ে
একাকীত্বে মহলত আঁ‌খিজল দি‌য়ে।
এম‌ন অঙ্গনা রা‌খে নিজ অ‌ক্ষি দূ‌রে
পাষা‌ণ মমতা বা‌ড়ে বি‌চ্ছে‌দের প‌রে।


রজনীর চারুতায় ব‌হে অশ্রুজল
লোচ‌নের ঝ‌রে যায় প্রণ‌য়ের ফল।