নির্জ‌নে গুরুর কা‌ছে অদৃ‌ষ্টে গমন
অতলত‌লে প্রকৃ‌তি ক‌রে অন্বেষন।
পর‌মেশ্বর জী‌বিত থা‌কে সর্ব‌দে‌হে!
পূর্ণ হয় ব্রহ্মদ্বারা ইন্দ্র অ‌গোচ‌রে।


এক ব্রহ্ম জগ‌তের হয় মোহ্মপদ!
তার আভায় সমৃদ্ধ আত্মরূপ তট।
যু‌গের পর ক্লা‌ন্তিতে রুক্ষ জ‌টিলতা
স‌ন্ধি‌তে উপ‌নিষদ তার গ্রন্থিলতা।


জগ‌তের দৃঢ় স‌ত্যে ভ্রমের দহন!
সন্ন‌্যাস মননে যার তথা আমরণ।
নির্বিকার ভাব রক্ষা কল্প‌রেখা হ‌য়
প‌রিত‌্যাগ বাসনায় লোভ দূ‌রে রয়।


ধরাময় পূর্ণ হ‌লে ব্রহ্ম হা‌নি নেই!
সত্তারূপ আব‌রিত সকল স্থা‌নেই।