গা‌ছের চে‌য়ে আগাছা পৃ‌থিবী‌তে বে‌শি
লো‌কের কা‌ছে নি‌ন্দিত হয় বারমাসী।
কেন হয় প্রয়োজন বৃথা জাগরণ
জ‌ন্মি‌লে এই ধরায় অশুভ মরণ।


সংবৃ‌ত্তি মূল‌্যহীন যথায় প্রকাশ !
অকার‌ণে জমা ক‌রে ঘোর চারপাশ।
জীব‌নের প‌রিণ‌তি উ‌জি‌য়ে যাওয়া
সহসায় নিরাকার নয়‌নে পাওয়া।


ভাবনায় সু‌বিশাল শেষকা‌লে হায়া
তীব্রতায় হ‌ম্বিত‌ম্ভি ঝষ্ট কৃশকায়া।
এমন জীবন য‌দি মান‌বের হয় !
কৃতশ্রমে আত্মারাম পরা‌জিত রয়।


চ‌রি‌ত্রে প্রজাত য‌দি আগাছার ভাব!
গুরু‌শি‌ষ্যে বাহ‌্যজ্ঞান অদ্ভুত স্বভাব।