প্রভা‌তে ফু‌টে‌ছিল গোলা‌পের ফুল
ধূসর আ‌লোয় হ‌লো বিরহী আকুল।
চিত্রকল্প শে‌ষে এসে য‌বে প্রিয়তা
কাঁটাভে‌দে তু‌লে নেই ম‌নে নির্দয়তা।


প্রতীক্ষার তপ্ত আ‌লো ‌বিজয়ী প্রভাত
গোধূ‌লির গন্ধমাখা তব সেই রাত।
আক‌ড়ে থাকা স্বাদ প্রতি মুহূর্ত শে‌ষে
অনুরাগ ভে‌সে আ‌সে প্রিয় আ‌বে‌শে।


কেশবতী ছড়ায় রুপ আকুলতা বা‌ড়ে
উ‌ড়ে মন ডানা‌তে সোহাগের প‌রে।
অমৃত সম্বল নির‌বে আভা ছড়ায়
স্বপ্নরাত হ‌লো বসন্ত প্রিয় কামনায়।


হৃদ‌য়ের দায় নি‌মি‌ষেই প‌রিণ‌তি
স্ব‌প্নেরা মৃত হ‌লো নিঠুর অনুভূ‌তি।
প্রিয় হ‌য়ে আ‌সে‌নি সে‌দি‌নের তৃ‌প্তি
বি‌ক্ষিপ্ত জীবন অন্তরা‌লে আত্মশ‌ক্তি।


গোলা‌পের সুঘ্রাণ হতাশায় দাড়ায়
হ‌লোনা উপল‌দ্ধি কি ছি‌লো অন‌্যায়।
অজা‌ন্তে য‌দিও নিভৃ‌তে নয়ন ঝ‌ড়ে
কি পেলাম আ‌মি তা‌কে আপন ক‌রে?