কবিদের বারো মাস ফাগুনের আগুনে
সুখ দুখ বাসা বাধে কবিদের উনুনের বেগুনে
কবি পত্নীর মিঠে রাগে তাই হয় ভর্তা
ভর্তা ও ভাত খেয়ে ঘুম নেয় গিন্নী ও কর্তা ।