তোমার ভেতরে যে জন
নাম পরিচয়হীন জানি,
কি জানি কি দিয়ে সামলে রেখেছো
ভাঙ্গা হৃদয় খানি
ভূখা নাঙ্গা আহা
পরনে মলিন বসন,গ্লানি।
তাদের আজ করবো সভাপতি
এ আসরে মহারাজ-রানী
তাদের অন্তরে নিবেদিত
আমার এ হৃদয় বানী।
না জানি কোন বাধার পথে
সয়েছো অপমান মানহানি,
আমার হৃদয় আঙ্গিনায় এসো
ধুয়ে নেবে আজ
তোমাদের লাজ ,অপমান,গ্লানি ।
এ আধারে আজ আমিও তো একা
তাই তোমাকে আপন জানি।
এ আসরে আজ ক্ষমা চেয়ে নেবো
নিজেই নিজের কাছ।
ফেলে আসা বোধ যদি
ফিরে আসে পাছে!
মারহাবা মারহাবা বাহবা বহবা
বলে জাগে যদি অন্তর
তোমার জীবনে ফুকে নিয়ো সে পংতি
সেইতো বানী - ফুস্ মন্তর।