প্রশান্তির মহিরুহ কোথায় জন্মে?
অপবিত্রতার গ্লানি মুছে নিতে,
বিশুদ্ধতার পিপাসা মিটাতে,
পশু হত্যার হিংস্রতা ফিরে পেতে,
বিস্তর ভদ্রতার আড়ালে- আবডালে
বেড়ে উঠা গোপন পশুত্বকে হত্যা করতে,
না, কোন ডাল ভাঙ্গবো না!
তার ছায়ায় দাড়িয়ে শান্ত হবো।
কোথায় পাবো হে বৃক্ষ তোমায়?
বিস্তৃত হউ হে বৃক্ষ,
বিস্তির্ণ কর তোমার বিশুদ্ধ ছায়া।
মেষ পালকের মতো সে ছায়ায় দাড়িয়ে
হৃতবিশ্বাসটুকু ফিরে পেতে,
একবার বিশুদ্ধ নিঃশ্বাস নিতে চাই।
মানুষের মতো বাঁচতে চাই।