আরও একবার চলো
ঘুরে আসি এসো রোদে,
শান দেই এসো মরচে পরা
ভোতা হয়ে আসা বোধে।


ছায়ার ভেতরে ছত্রাকে ছাউয়া
স্যাৎ স্যাতে অনুভুতি
রোদে এসো ভাই,ধুয়ে নেবে সব
ছড়াবে নতুন দ্যুতি।


এই তো তোমার প্রানের আকুতি,
বোঝনি কেন,ভোতা অনুভুতি?
আরও এবার চলো
ঘুরে আসি এসো রোদে।


নিজেই নিজেকে জাগাবো আবার
সাজাবো দূর্বার প্রতিরোধে,
এখন কোথাও সান্তনা নেই,
সান্তনা প্রতিরোধ-প্রতিশোধে।


অন্ধ আধার কুঠুরির মাঝে
ঘুমিয়ে আছো কে,
দম নেবে জিতে
চলো যাই কাজে!


আরও একবার চলো
ঘুরে আসি এসো রোদে,
শান দেই এসো মরচে পরা
ভোতা হয়ে আসা বোধে।