কালো ডানায় কালো দেহ উড়ে যায়
লাল নীল সন্ধ্যায় সূর্যটা ডুবে যায়,
জোনাকীর সাথে পাল্লা দিয়ে
তারারা রাত্রি সাজায়।
আস্ত চাঁদটা হাসতে হাসতে
পৃথিবী ভাসায় তার সোনালি রুপালী
কুহেলি আলোর বন্যায়।
রাখাল বিরহে দুরে
কাঁদে বাঁশের বাঁশির সুরে,
এমনি মাতাল সন্ধ্যায়,
পৃথিবী আমাকে ভুলায়
কত রঙ্গীন স্বপ্নে দোলায়,
কাব্যিক দৃস্টি আর যত কাব্য কথায়
সৃষ্টি,সব ধূলাতে লুটায়,
যখন আমাকে সুধায়
হুংকার ছেড়ে এসে  রাক্ষুসই ক্ষুধায়,
বাকি পান্তা গুলো আমি রেখেছি কোথায়?
মনটা ফেরে,অনেক ভীড়ের ছোট্ট নীড়ে
যেখানে আমার লাট্টু জীবন
একলা দাড়িয়ে ঘুরে।
সূর্য যেখানে ধাত্রি,
গদ্যময় দিন আর পদ্যময় রাত্রি।
কালো ডানায় কালো দেহ উড়ে যায়
লাল নীল এই ক্ষুধার্ত সন্ধ্যায় ।