স্বপ্ন বদলের নেশায় মত্ত  এক পরিজাত বিহগী
ভয়ংকর সুন্দর অমাবস্যা কিংবা রক্তাক্ত রাজপথের এক ক্লান্ত পথিক,
ছুটে চলি অবিরাম অন্তহীন ক্লান্তিহীন ব্রম্মান্ডে ক্ষুদ্র ধুলিকনা! নর্তকীর নূপুরের শব্দ কিংবা কোনো রণদেব, আমি চেয়ে দেখি সীমাহীন দ্রোহে।
সময়ের সীমাহীন স্রোতে আমি ছুটে চলি অবিরাম উত্তপ্ত রাজপথে, ক্লান্তহীন কুকুর বেড়ালের ঘেউঘেউ শব্দ অসহ্য, অসহনীয় অসহনীয় ঘুমন্ত প্রেত্বাত্তা কিংবা প্রেয়শীর লকলকে শরীর,
সমুদ্রের অসীম জলকনা,কলকাকলী, ধূসর মরুপ্রান্তর ছুটে চলি অবিরাম যেন কোনো নরকযাত্রী!